নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রয়েল ভিশন ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। বুধবার (২২ আগস্ট) এসসিএফ ও ইউকেআইএম’র অর্থায়নে আটুলিয়া ইউনিয়নের অন্তর্গত নতুন বাজার ক্লাব হাট মোড়ে গরীব ও অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রুবেলসহ কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ইয়াছিন আরাফাত, রিয়াছাত আহম্মেদ, মো. আশিকুর রহমান, কবির হোসেন, শাহীন ইসলাম, রহিম প্রমুখ। এ সময় ইউনিয়নের হতদরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/