ধানদিয়া প্রতিনিধি: সংস্কারের অভাবে ও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় পাটকেলঘাটার ধানদিয়ার ঐতিহ্যবাহী ফুলবাড়ী ফুটবল মাঠের বেহাল দশার সৃষ্টি হয়েছে। মাঠটিতে যত্রতত্র গর্ত, মাঠ সংলগ্ন ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য ইট, খোয়া, বালু রাখায় খেলার অনুপোযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানদিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ ঐতিহ্যবাহী ফুলবাড়ী ফুটবল মাঠটি সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। মাঠের অধিকাংশ জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের অধিকাংশ সময় মাঠে পানি জমে থাকে। বিশেষ করে বর্ষার সময় মাঠের প্রায় দুই-তৃতীয়াংশ জায়গা পানিতে ডুবে থাকে। এছাড়া, ইউনিয়নের একমাত্র এ খেলার মাঠটিতে ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের জন্য ইট, খোয়া, বালু রাখায় মাঠটি এখন খেলার অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু এই একমাত্র মাঠে ইউনিয়নের সেনেরগাঁতী, পাঁচপাড়া, ধানদিয়াসহ সবকটি ওয়ার্ডের ছেলেরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধূলার আয়োজন ও অনুশীলন করে থাকে। কিন্তু খেলার অযোগ্য হয়ে পড়ায় ইউনিয়নের ছেলেদের খেলাধূলার সমস্যা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে উক্ত খেলার মাঠে খেলতে যেয়ে মাঠের গর্তে পড়ে ও নির্মাণ সামগ্রীর কারণে কয়েক জন খেলোয়াড়ের পা ভেঙে গেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, মাঠটি খেলাধূলার অনুপযোগী থাকার কারণে আমরা সব ধরনের প্রতিযোগিতা মূলক খেলাধূলা উপভোগ করা থেকে যেমন বঞ্চিত হচ্ছি তেমন নতুন খেলোয়াড় তৈরি হচ্ছে না। মাটি ভরাটসহ প্রয়োজনীয় সংস্কার করা দরকার।
ধানদিয়া এসডিপি স্পোর্টিং ক্লাবের সদস্য এমএইচ মেহেদী হাসান বলেন, মাটি ভরাট ছাড়া বিকল্প কোনো পথ নেই। এ কারণে তিনি স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ধানদিয়ার ঐতিহ্যবাহী ফুলবাড়ী ফুটবল মাঠের বেহাল দশা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/