দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সদর ইউনিয়ন চেয়ারম্যান কাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৪নং ওয়ার্ড একাদশ বিজয়ী। রোববার (৫ আগস্ট) বিকাল ৪টায় উপজেলার টাউনশ্রীপুর কেদার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডে সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড একাদশকে ১ গোলে পরাজিত করে ৪নং ওয়ার্ড একাদশ বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতারণী অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিশিষ্ট সমাজসেবক মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল ফজল প্রমুখ। এসময় খেলোয়াড়দের মাঝে ফলজ-বনজ গাছের চারা ও মেডেল প্রদান করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/