Site icon suprovatsatkhira.com

দরগাহপুর কলেজিয়েট বিদ্যালয়ে মতবিনিময়

দরগাহপুর প্রতিনিধি: আশাশুনির দরগাহপুর এস.কে.আর.এইচ. উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুর ১টায় জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের উপস্থিতে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রভাষক রবিন্দ্রনাথ কর্মকারের সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মণ্ডল লিখিত বক্তব্য পেশ করেন। এ সময় তিনি মাঠ ভরাটের অনুদান, শ্রেণিকক্ষ সংকট, পানীয় জলের সমস্যা ও ড্রেন পাকাকরণসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইফতেকার হোসেন শোকের মাসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মান সম্মত শিক্ষা অর্জন করতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসেও অনেক সময় শিক্ষকরা জড়িত থাকেন। এসব বন্ধ হওয়া উচিত।
সভায় আরো উপস্থিত ছিলেন এ.ডি.সি. (রাজস্ব) আব্দুল হান্নান, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন, সহকারি কমিশনার (ভ‚মি) মিজাবে রহমত, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, মাঠ ভরাট প্রকল্পের সভাপতি শেখ মতলুবর রহমান, সহ-প্রধান শিক্ষক মনিমহন মণ্ডল, আশাশুনি প্রেসক্লাব’র সভাপতি জি.এম. মুজিবুর রহমান, দরগাহপুর প্রেসক্লাব’র সভাপতি শেখ হিজবুল্লাহ, প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, নায়েব শ্যামল কুমার অধিকারী, সি.এ. নাজির আহমেদ, শেখ ফৌজদার রহমান, সাংবাদিক আরাফাত, সোলাইমা বাপ্পি, সোহরাব হোসেন ও হাসান প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক বিদ্যালয়ের খেলার মাঠ ভরাট কার্যক্রম পরিদর্শন করেন এবং দরগাহপুর মিনি স্টেডিয়ামের কাজের খোঁজ খবর নেন। এ সময় মিনি স্টেডিয়ামের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় জেলা প্রশাসক ক্ষোভ প্রকাশ করে কি কারণে কাজ বন্ধ ছিলো তা দরগাহপুর স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের লিখিতআকারে তার দপ্তরে পাঠানোর নির্দেশ দেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version