Site icon suprovatsatkhira.com

তেঁতুলিয়ায় ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি অহেদ আলী সরদারের স্মরণ সভা

তালা প্রতিনিধি: তালার তেঁতুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ও ওয়ার্ডের ইউপি সদস্য অহেদ আলী সরদারের মৃত্যুতে দোয়া অনুষ্ঠান ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে তেতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে সুভাষীনি ডিগ্রি কলেজে হলরুমে এ দোয়া অনুষ্ঠান ও শোক সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এমএম মকবুল হোসেন’র সভাপতিত্বে ও জাপা নেতা আজাদ মাহমুদের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জাপা নেতা অ্যাড. জিল্লুর রহমান, মো. আজিজুর রহমান, কাজী আবুল কাশেম, জেলা ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি বিএম জুলফিকার রায়হান, তালা উপজেলা সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, উপজেলা মহিলা পার্টি কাজী রেহেনা বেগম, উপজেলা শ্রমিক পার্টির নেতা কাজী বাবু, ইউনিয়ন যুব সংহতী সভাপতি কাজী আসাদ, সম্পাদক মো. আলামিন শেখ, সাংগঠনিক সম্পাদক শেখ শামীম ইসলাম তপু, জাতীয় ছাত্র সমাজ তেঁতুলিয়া ইউনিয়ন সভাপতি এমএম জুলফিকার আলী, সাধারণ সম্পাদক শেখ ফয়সাল হোসেন, জাতীয় স্বেচ্ছাসেবক পাটির ইউনিয়ন সভাপতি মো. শামীম মল্লিক, সাধারণ সম্পাদক, মো. জাহাঙ্গীর শেখ, সাংগঠনিক সম্পাদক মো. মিনারুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু বক্কর।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version