তালা প্রতিনিধি: তালায় মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ষা প্লাবিত অভ্যন্তরীণ জলাভূমি, ধান ক্ষেত ও প্রাতিষ্ঠানিক পুকুরসহ উপজেলার ১২টি জলাশয়ে মাছের পোনা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে উপকারভোগী মানুষদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রোববার ও সোমবার উপজেলার ১২টি জলাশয়ে চার’শ ৫৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের মাঝে দুই’শ ২০ টাকা কেজি দরে এক লক্ষ টাকার মাছের পোনা বিতরণ করা হয়। বিতরণকৃত মাছের পোনার মধ্যে উপজেলা মৎস্য অফিসের আওতাধীন গ্রামীণ মৎস্য খামার থেকে ৭২ হাজার টাকার মাছের পোনা ও কোটেশনের মাধ্যমে ২৮ হাজার টাকার মাছের পোনা ক্রয় করে বিতরণ করা হয়। এরমধ্যে উপজেলা মৎস্য অফিসের আওতাধীন গ্রামীণ মৎস্য খামার থেকে ৭২ হাজার টাকার মাছের পোনা বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে।
সূত্র জানায়, অবমুক্তির জন্য বিতরণকৃত মাছের পোনার মধ্যে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা থাকতে হবে। কিন্তু তালা উপজেলা মৎস্য অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা সিনিয়র মৎস্য অফিসার নির্মল কুমার ঘোষ বিতরণকৃত মাছের পোনার মধ্যে সিলভার কার্প মাছের পোনা মিশিয়ে দেন, যা নিয়ম বহির্ভূত। এছাড়া ডিজিটাল স্কেলে মাছের পোনা ওজন করে সরবারহ করার কথা থাকলেও সনাতন পদ্ধতির দাড়িপাল্লায় ওজন দিয়ে মাছের পোনা সরবারহ করা হয়। এতে যে পরিমাণ মাছের পোনা দেওয়ার কথা ছিল, তা না দিয়ে ওজনে কম দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তালায় মাছের পোনা বিতরণে অনিয়মের অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/