Site icon suprovatsatkhira.com

তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা

তালা প্রতিনিধি: তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও দুর্যোগকালে শিশুদের জন্য করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ইউনিসেফ’র আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম। এসময় আরো উপস্থিত ছিলেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী কাজী আবু সাইদ মো. জসিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. অহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মো. আরিফুল ইসরাম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, এম. মফিদুল হক লিটু, গনেশ দেবনাথ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।
কর্মশালায় মূল লক্ষ্য ও দুর্যোগকালে শিশুদের জন্য করণীয় বিষয়ে কর্মপন্থা উপস্থাপন করেন, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার সুফিয়া আক্তার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version