Site icon suprovatsatkhira.com

তালায় টিআরএম প্রকল্পের ক্ষতিগ্রস্ত জমি মালিকদের মাঝে চেক বিতরণ

জালালপুর প্রতিনিধি: কপোতাক্ষ নদ খনন প্রকল্পে পাখিমারা টিআরএমভুক্ত বিলের ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় শ্রীমন্তকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব। এসময় আরো উপস্থিত ছিলেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মো. মহিবুল্লাহ মোড়ল, মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ প্রমুখ।
অনুষ্ঠানে টিআরএম ভুক্ত পাখিমারা বিলের ১৩৩জন ক্ষতিহগ্রস্ত জমি মালিককে হিস্যা অনুযায়ী সরকার কর্তৃক বরাদ্দকৃত আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version