তালা প্রতিনিধি: তালায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে দলিতের কর্মকর্তা সুজান্না লোপা বাড়ৈ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, চিন্তা রানী দাস, বিপ্লব মন্ডল, নেপাল দাস, কৃত্বি শিক্ষার্থী বৈশাখী খাতুন, মামনী দাস ও মৌসুমি সরকার প্রমুখ।