Site icon suprovatsatkhira.com

তারালীতে জমজমাট গরুর হাট

আব্দুল্লাহ আল মামুন, তারালী (কালিগঞ্জ): পবিত্র ঈদ-উল-আযহা সন্নিকটে। এর মধ্যে জমে উঠছে কালিগঞ্জের তারালীর গরুর হাট। শুক্রবার (১৭ আগস্ট) দুপুর থেকেই ক্রেতাদের পদচারণায় গমগম করছে তারালী গরুর হাট। ক্রেতা বিক্রেতাদের দরকষাকষিতে সরাগম হয়ে উঠেছে ইউনিয়নের একমাত্র এ হাটটি।
ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুর হতেই বিভিন্ন এলাকা থেকে গরু বিক্রেতারা গরু নিয়ে হাটে আছেন। আগে থেকেই ভাল জায়গা দখল করাই তাদের উদ্দেশ্য। এদিকে সকাল সকাল গরু কিনতে ক্রেতারাও ভিড় জমান। দলে দলে আসছেন গরু কিনতে। সব মিলিয়ে বিক্রেতা আর ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে তারালীর গরুর হাট।
গরু বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর গরুর দাম তুলনামূলক কম। খুব একটা বেশি নয়। তবে সীমিত লাভ হলেও খুশি তারা। তবে ক্রেতারা জানান, গরুর তুলনামূলক দাম বেশি।
ব্যবসায়ীরা জানায়, দেশি বাজারে দেশি গরুর চাহিদাই বেশি। ভারতীয় গরু দেশে না আসায় গরু বিক্রেতারা খুবই খুশি। গরুর তুলনায় ছাগলের দিকেই বেশি ঝুঁকছে ক্রেতারা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version