সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির (রেজি. নং ২০৯১) ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২২ সেপ্টেম্বর।
সম্প্রতি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় ঘোষিত নির্বাচনী তফশীলে বলা হয়েছে, ২৯ আগস্ট বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রয়, ৩ সেপ্টেম্বর বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোয়নপত্র জমা, ০৪ সেপ্টেম্বর বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোয়নপত্র বাছাই, ০৫ সেপ্টেম্বর বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোয়নপত্র প্রত্যাহার, ৬ সেপ্টেম্বর বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৭ সেপ্টেম্বর বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতীক বরাদ্দ এবং ২২ সেপ্টেম্বর সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন ২২ সেপ্টেম্বর
https://www.facebook.com/dailysuprovatsatkhira/