বাপ্পী সরকার, চাম্পাফুল (কালিগঞ্জ): কালিগঞ্জের চাম্পাফুলে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে পাঁচ গ্রামের মানুষকে। এতে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছে মানুষ। বাড়ছে ভোগান্তি।
অভিযোগ, ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকোর স্থলে পুল নির্মাণের বাজেট পাশ হলেও ঘের মালিকদের স্বার্থ রক্ষার্থে তা বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নে উজিরপুর থেকে কুমারখালী যাওয়ার পথে হাওড়ার শাখা নদীতে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো রয়েছে। প্রতিদিন হাজার হাজার জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়। সাইকেল কাঁধে নিয়ে পার হতে হয় দূরের মানুষকে। এছাড়া, স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলার পথে বর্ণনাতীত ভোগান্তির শিকার হতে হয়। আর এসব কারণে যেন হুমকির মুখে পড়েছে চাম্পাফুলের ওই এলাকার জনপদ।
চাম্পাফুল এলাকার নেপাল সরকার বলেন, নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে প্রচÐ ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই পড়ে যায়। বর্ষার সময়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। শুনেছি এখানে পুল নির্মাণ হবে কিন্তু কবে হবে তা জানা নেই। বর্তমানে অবস্থা এমন যে, এই দুর্ভোগে আমাদের দেখার যেন কেউ নেই।
সাবেক গ্রাম পুলিশ আলকেজসুর রহমান জানান, এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি পাকা পুলের বাজেট হয়েছিল। কিন্তু এলাকার কিছু ঘের মালিক তাদের জমির ক্ষতি হওয়ার ভয়ে সরকারি কর্মকর্তাদের মাধমে সেই বাজেট বন্ধ করে দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ঠাকুর দাশ সরকার জানান, বাঁশের সাঁকোর স্থানে একটি পুলের বাজেট হয়েছিল। কিন্তু কিছু অসাধু লোকের খপ্পরে পড়ে তা বন্ধ হয়ে আছে।
এ ব্যাপারে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক গাইন বলেন, আসলে বলতেও কষ্ট হয়। কারণ নিজেদের দোষেই আজ এই অবস্থার শিকার। কিছু ঘের মালিকদের কারণে পুল বাজেট করা হলেও তা বন্ধ করে দেওয়া হয়েছে।
জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/