Site icon suprovatsatkhira.com

জলবায়ু নেটওয়ার্কিং সভা

‘চাই জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু বিষয়ে সমমনা সংগঠনগুলোর নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স. ম আলাউদ্দিন মিলনায়তনে টিআইবির সহযোগিতায় এবং সনাক সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সনাক সাতক্ষীরার সভাপতি কিশোরী মোহন সরকার। বিশেষ অতিথি ছিলেন সনাক সহ-সভাপতি তৈয়ব হাসান বাবু, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর ড. দিলারা বেগম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম ও জলবায়ু বিষয়ক উপ-কমিটির আহবায়ক কল্যাণ ব্যানার্জী।
টিআইবি সাতক্ষীরার এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, স্বদেশ নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ক্রিসেন্ট’র নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জ্যোৎস্না দত্ত, নাগরিক আন্দোলন মঞ্চের নেতা ফাইমুল হক কিসলু, আবেদুর রহমান, আলীনুর খান বাবুল ও সনাক সদস্য শিক্ষক অলিউর রহমান। সভায় উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি ভারতেস্বরী বিশ্বাস, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বরসা’র সহকারী পরিচালক নাজমুল আলম মুন্না, ব্র্যাক’র জেলা প্রতিনিধি রেজাউল করিম খানসহ সনাক ইয়েস গ্রæপের সদস্যবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version