Site icon suprovatsatkhira.com

চুকনগরে শিশুসহ মা-মেয়েকে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরের মাগুরাঘোনায় এক শিশুকে কটুক্তি করে গালি দেয়ার প্রতিবাদ করায় শিশুসহ মা ও মেয়েকে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাগুরাঘোনা গ্রামের মফিজুল ইসলাম শেখের মেয়ে বৃষ্টি খাতুন (৮) শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে করিম বাক্স মোড় নামক স্থানে একটি মুদির দোকানে মুদি জিনিসপত্র কিনতে যায়। বৃষ্টিতে জিরা কিনে বাড়ি ফেরার পথে একই গ্রামের করিম বাক্স শেখের ছেলে ইমান আলী শেখ বৃষ্টিকে উদ্দেশ্য করে কটুক্তি করতে থাকে।
এসময় শিশু বৃষ্টি তাকে কটুক্তি করার কারণ জানতে চাইলে ইমান আলী তার মাথায় ও গালে এলোপাতাড়ি কিল ঘুষি মারে। তার আত্মচিৎকারে মা জবেদা বেগম ও ছোট বোন বিথী এসে বৃষ্টিকে তার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলে ইমান আলী রাস্তার পাশ থেকে লাঠি তুলে তাদের তিন জনকে পিটিয়ে আহত করে। এতে বৃষ্টি ও তার ছোট বোন বিথীর হাত ভেঙে যায় এবং তার মার মাথা ফেটে যায়।
পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশু দুটির অবস্থা আশংকাজনক।
এ ব্যাপারে বৃষ্টির পিতা মফিজুল ইসলাম বলেন, আমরা এখন ডুমুরিয়ায় যাচ্ছি। রাতেই মামলা করবো। তবে ইমান আলীর সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version