চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নির্মিতব্য ভবনের অংশ বিশেষ ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ১৫ বছর আগে রোস্তমপুর গ্রামের সরবেত আলী বাওয়ালীর ছেলে আব্দুর ওয়াদুদ বাওয়ালী একই গ্রামের সোরহাব হোসেন দফাদারের মেয়ে জাহানারা বেগম, দুই ছেলে আলমগীর দফাদার ও জাহাঙ্গীর দফাদারের কাছ থেকে সাড়ে তিন শতক জমি ক্রয় করে। এরপর থেকে ওয়াদুদ বাওয়ালী জমিটি ভোগ দখল করে আসছে। গত ২৬ আগস্ট তিনি ওই জমিতে ভবন নির্মাণ করার উদ্দেশ্যে কাজ শুরু করেন। ২৯ আগস্ট পর্যন্ত তারা পোতা নির্মাণ সম্পন্ন করে। কিন্তু শুক্রবার সকালের দিকে অনীল মজুমদারের ছেলে উত্তম মজুমদার ও উদয় মজুমদার, উত্তম মজুমদারের ছেলে স্বদেশ মজুমদার, নারায়ন মজুমদারের ছেলে সবুজ মজুমদার ও অনুকুল মজুমদারের ছেলে পরিতোষ মজুমদারসহ ১০-১৫জন জায়গাটি তাদের চলাচলের রাস্তা দাবি করে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার নব নির্মিত ভবনের পোতা ভেঙে গুড়িয়ে দেয়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে জমির মালিক ওয়াদুদ বাওয়ালী বলেন, জমিতে বিল্ডিং নির্মাণের আগে কেউ বাধা দিল না। পোতা নির্মাণ করা হয়েছে এখন আমাকে বা এলাকার কাউকে না জানিয়ে তারা জোরপূর্বক তার ভবনটি ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে উত্তম মজুমদার বলেন, আমাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়ায় আমরা এটি ভেঙে দিয়েছি।
চুকনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নির্মিতব্য ভবন ভেঙে দেয়ার অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/