চুকনগর প্রতিনিধি: চুকনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় চুকনগর বটতলা কাঁচামালের চাঁদনীতে চুকনগর সদর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার লুৎফার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
আরো বক্তব্য রাখেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিল হোসেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সভাপতি স ম মুস্তাফিজুর রহমান দুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়, আওয়ামী লীগ নেতা মাস্টার সিরাজুল ইসলাম, আমজাদ হোসেন মোড়ল, শেখ ইসহাক আলী, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, খায়রুল ইসলাম, সরদার ইউনুছ আলী, প্রভাষক জিএম ফারুক হোসেন, প্রভাষক গোবিন্দ ঘোষ, সরদার শরিফুল ইসলাম, জাকির হোসেন মিল্টন, আবু দাউদ মোড়ল, ইকবল হোসেন সালাম, সরদার কবিরুল ইসলাম, সরদার মাসুদ রানা, বিশ্বজিৎ মজুমদার, কেএম মফিজুল ইসলাম, শেখ মাহাবুব আলম সোহাগ, ইব্রাহিম হোসেন, সাব্বির আ্হম্মেদ রাব্বী, ইয়াসিন, বাবু প্রমুখ।
চুকনগরে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/