Site icon suprovatsatkhira.com

চলে গেলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. মতিউর রহমান

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার কৃতি সন্তান বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক পরিচালক বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম মতিউর রহমান আর নেই। মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে পাটকেলঘাটাস্থ নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি চার কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুর ২টায় নিজ প্রতিষ্ঠিত পাটকেলঘাটা সোনামনি কিন্ডার গার্টেন স্কুলে জানাজা নামাজ শেষে যুগিপুকুরিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার জানাযার নামাজের উপস্থিত ছিলেন, তালা-পাটকেলঘাটার সার্কেল এসপি অপু সরোয়ার, হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সুলতান আহম্মেদ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মরহুমের ছেলে মোকলেসুর রহমান মুকুল, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম, মরহুমের ছোট ভাই অধ্যাপক নজিবুর রহমান, হাসান হোসেন বাবু, খান হামিদুল ইসলাম প্রমুখ।
ড. এম মতিউর রহমান সাতক্ষীরার তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের হাতেম আলী পন্ডিতের ছেলে। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ২য়। শিক্ষা জীবনে তিনি গ্রামের লোয়ার স্কুল থেকে প্রাথমিক বৃত্তি লাভ করেন এবং পরে পারকুমিরা মিডল ইংলিশ স্কুল থেকে প্রেসিডেন্সি ডিভিশনের তৎকালীন পাকিন্তান অংশের মাইনর বৃত্তি পরীক্ষার প্রথম স্থান অধিকার করেন। কুমিরা হাই স্কুল থেকে ১৯৫২ সালে অংক ও অতিরিক্ত অংকে লেটার মার্কসসহ প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাস করেন। এরপর ১৯৫৪ সালে বাগেরহাট পিসি কলেজ থেকে (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে) আইএসসি পরীক্ষায় প্রথম বিভাগে ৬ষ্ঠ স্থান অধিকার করেন। মতিউর রহমান রাজশাহী সরকারি কলেজ থেকে রসায়ন শাস্ত্রে অনার্স করেন। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এমএসসি ডিগ্রি লাভ করে। এরপর ১৯৬৫ সালে লন্ডনের দারহাম বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৬৬ সালে ডেনমার্কের পোস্ট ডক্টরাল ফেলোশিপ, ১৯৬৭ সালে পোলোন্ডে ইন্টাররিজিওনাল কোর্স এবং ১৯৮৫ সালে হাইফাই ও ফাইন্যান্সিয়াল ম্যানেজম্যান্ট কোর্স সম্পন্ন করেন।
কর্মজীবনের শুরুতে কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সহকারি, সাতক্ষীরা ও রাজশাহী সরকারি কলেজের প্রভাষক, আণবিক শক্তি কমিশনের সহকারি কর্মকর্তা, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রিন্সিপাল বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে আনবিক শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিযুক্ত হন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম ওয়াজেদ আলী’র ঘনিষ্ট সহচর, জেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি, ঢাকাস্থ তালা উপজেলা সমিতির আজীবন সদস্য ছিলেন। তিনি বর্তমানে পাটকেলঘাটা সোনামনি কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন।
এদিকে, পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলেজের শিক্ষকবৃন্দ। তার আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক ফকির আহমদ শাহ, অধ্যাপক আ. গফফার, অধ্যাপক আ. সোবহান, অধ্যাপক রকিব মাহমুদ, অধ্যাপক সরদার নুরুল ইসলাম, অধ্যাপিকা রহিমা খাতুন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version