Site icon suprovatsatkhira.com

ঘাতকরা থেমে নেই, ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হতে হবে: সাঈদ মেহেদী

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে শোকাবহ ২১ আগস্ট স্মরণে ও প্রয়াত আওয়ামী লীগ নেতা-কর্মীদের রুহের শান্তি কামনায় বিশাল শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর মুর‌্যাল থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী।
উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডি.এম সিরাজুল ইসলাম, রতনপুর ইউপি চেয়ারম্যান ও রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য চৌধুরি, ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম জয় বাংলা প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে স্বাধীনতা বিরোধী জামাত-শিবির এবং তাদের দোসররা আইভি রহমানসহ অসংখ্য নেতাকর্মীকে বোমা মেরে হত্যা করে। যা বাঙালি জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এর পরেও ঘাতকরা থেমে থাকেনি। নানা সময় নানা ষড়যন্ত্র করেছে, যড়যন্ত্র চলছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্রের জবাব দিতে হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
সমাবেশে হামলায় জড়িত তারেক রহমানসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version