Site icon suprovatsatkhira.com

গাবুরায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: ঈদ-উল-আযহা উপলক্ষ্যে শ্যামনগরের গাবুরায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
শুক্রবার (২৪ আগস্ট) সকালে গাবুরার ডুমুরিয়া বাজারে গাবুরা রক্তদান সংস্থার উদ্যোগে এই রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সংস্থার সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন বাবুর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা রক্তদান সংস্থার উপদেষ্টা ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন, জিএম আইয়ুব আনসারী, সমাজসেবক আবু মুসা, জিএম মিজানুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন গাবুরা রক্তদান সংস্থার কোষাধ্যক্ষ রবিউল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম, আফজাল হোসেন, লালন স¤্রাট, উপস্থিত ছিলেন সহ-সভাপতি, আল হুদা এম এম মনির, আল আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক বাঈজিদ হোসেন, প্রচার সম্পাদক বায়েজিদ হোসাইন, সদস্য আশিক, হাসানুর সাইফুল, মহিব প্রমুখ। রক্তের গ্রুপ নিণর্য় করেন আবু হোসেন ও আমান। এ কার্যক্রমের মাধ্যমে দুইশজনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় কাজে সহযোগিতা করেন আবু হোসেন ও আমান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version