Site icon suprovatsatkhira.com

খেলার মাধ্যমে বাংলাদেশ বিশ্বে নতুনভাবে পরিচিতি লাভ করেছে: নজরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেছেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বের কাছে নতুনভাবে পরিচিতি লাভ করেছে খেলার মাধ্যমে। সাতক্ষীরার ছেলে-মেয়েরা খেলাধুলায় আগের চেয়ে অনেক এগিয়ে গেছে। ক্রিকেটে সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, ফুটবলে সাবিনা খাতুনকে সারা বিশ্ব চিনেছে। সাথে নতুন করে চিনেছে বাংলাদেশকেও। রোববার (৫ আগস্ট) বিকাল ৫টায় বাঁকাল নব উদায়ন সংঘের সার্বিক ব্যবস্থাপনায় ৬ষ্ঠ বারেরমত ১৬ দলীয় নক আউট বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু নারায়ন চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিশেষ শাখার ডিআইএস ইন্সপেক্টর নূর মোহাম্মদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. সবুর খান, আব্দুল মুজিদ, ৬নং ওয়ার্ড কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নূর মনোয়ার, পৌর শাখার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যুগ্ম সম্পাদক মো. আব্দুর রহমান, শুকুর মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নজরুল ইসলাম আরও বলেন, দেহকে সুস্থ রাখতে হলে যেমন খাদ্যের প্রয়োজন তেমনি শরীর সুস্থ রাখতে হলে খেলাধুলার প্রয়োজন। খেলধুলার মাধ্যমে শরীর ও মন ভাল থাকে। বর্তমান সরকার খেলাধুলার প্রতি খুবই আন্তরিক। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে সকল দিক দিয়ে উন্নয়ন হচ্ছে। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। বিদ্যুৎ, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা এমন কোন সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনা সাতক্ষীরায় যাকে দলীয় মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। উদ্বোধনী খেলায় ইটাগাছা দক্ষিণপাড়া বনাম এল্লাচর ফুটবল একাদশ অংশগ্রহণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version