ডেস্ক রিপোর্ট: আশাশুনির খাজরা ইউনিয়নের মানুষের ভালবাসায় পরপর দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন মো. আনারুল ইসলাম। তিনি কোনো রাজনীতিতে জড়িত নন। অথচ তার বিরুদ্ধে জনৈক জান্নাতুল নাঈম বাপ্পী ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলনে করেছেন। আর এর নেপথ্যে রয়েছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরোধিতাকারী পরিবারের ছেলে, বর্তমানে আওয়ামী লীগের মুখোশ পরা খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন খাজরা ইউপি সদস্য আনারুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন। এ সময় মুক্তিযোদ্ধা রজব আলি, হাফিজুর রহমান, আবদুল আহাদ, রকিব হোসেন, ওমর ফারুক, শাহিন ইকবাল প্রমূখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তুয়ারডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা রজব আলি ও শামসুল হুদার মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। শত বছরের অধিককাল দখলে থাকায় সেটলমেন্ট অফিস রজব আলীদের নামে ওই জমি রেকর্ড দেয়। পরে প্রতিপক্ষ খুলনা জোনাল অফিসে রিভিউ করে। এর বিরুদ্ধে হাইকোর্ট রিট পিটিশন করলে ওই জমি রজব আলীদের অনুক‚লে দিযে রায় প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে ফরহাদ হোসেন বলেন, মুক্তিযোদ্ধা রজব আলি মোল্লার বর্তমান বাড়ি শ্রীকলস গ্রামে হওয়ায় তার জমিজমা চাষাবাদের দায়িত্ব দেন তার বাবা মেম্বর আনারুল ইসলামকে। এই জমি চাষ করতে গেলে চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম তার সহযোগী লাঠিয়াল জাকির হোসেনসহ বাহিনীর সদস্যদের নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। সম্প্রতি ডালিমের প্রত্যক্ষ মদদে ও হুকুমে তারা তাদের মারপিট করে।
এর প্রতিকার দাবি করে ফরহাদ বলেন, হিন্দুদের জমি দখল, ঘের দখল, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। তিনি ও তার পরিবারসহ এলাকার মানুষ ডালিম ও তার লাঠিয়াল বাহিনীর হাত থেকে রক্ষা পেতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
খাজরা ইউপি চেয়ারম্যান ডালিম ও তার লাঠিয়াল বাহিনীর হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/