কেশবপুর প্রতিনিধি: কেশবপুরকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিক্ষুকদের মাঝে ছাগল, হাঁস-মুরগী ও মুদি সামগ্রী তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানূর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, সহকারি কমিশনার (ভূমি) কবির হোসেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, এক সময় বিদেশীরা আমাদের ভিক্ষুকের দেশ হিসেবে উপহাস করতো। আমরা ভিক্ষুকের জাতি হিসেবে বাঁচতে চায় না। আমরা সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে চায়। ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। গত দশ বছর শেখ হাসিনার সরকার ক্ষমতায় থেকে দেশের অনেক উন্নয়ন করেছে। আগামী নির্বাচনে আবারও নৌকার সরকার ক্ষমতায় আনতে হবে। কেশবপুরে কোন ভিক্ষুক থাকবে না। কোন নিরক্ষর ও ও দরিদ্র মানুষ থাকবে না। গোটা উপজেলার তালিকাভুক্ত ৩শ’৬৩ জন ভিক্ষুকের মধ্যে ২শ’৪০ জনকে পুর্নবাসন করা হয়েছে। বাকিদেরও পুর্নবাসনের কাজ চলছে। আলোচনা সভা শেষে, দশজন ভিক্ষুকদের মাঝে চারজনকে ছাগল, তিনজনকে হাঁস-মুরগী ও তিনজনকে মুদি সামগ্রী দেওয়া হয়।
কেশবপুরে ভিক্ষুকদের পুর্নবাসনে ছাগল ও হাঁস-মুরগী বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/