Site icon suprovatsatkhira.com

কেশবপুরে নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতা!

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় একটি পরিবার তিন দিন ধরে পানিবন্দি হয়ে জীবনযাপন করছে। এ ব্যাপারে বুধবার (১ আগস্ট) থানায় একটি অভিযোগ দায়ে করেছে ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, লহ্মীনাথকাটি গ্রামের মতিউর রহমানের বাড়ির বর্ষার অতিরিক্ত পানি দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী জিয়াউর রহমানের বাড়ির পাশ দিয়ে নিষ্কাশন হয়ে থাকে। গত ৩১ জুলাই পূর্বশত্রæতার জের ধরে জিয়াউর রহমান ও আজিজুর রহমান পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিলে গেল তিন দিনের ভারী বর্ষণে মতিউর রহমানের বাড়ি পানিতে তলিয়ে যায়। বর্তমান পরিবারটি পানিবন্দি জীবনযাপন করছে। এ ঘটনায় পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত রাখার দাবিতে মতিউর রহমান বাদী হয়ে জিয়াউর রহমান ও আজিজুর রহমানকে আসামি করে থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
এ ব্যাপারে জিয়াউর রহমান জানান, তাদের বাড়ি রাস্তার ওপাশে আর আমার বাড়ি রাস্তার এপাশে। আমি কিভাবে তাদের বাড়ির পানি বন্ধ করবো। এটা সঠিক নয়।
এ ব্যাপারে কেশবপুর থানার এসআই মেহেদী হাসান জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে পানি নিষ্কাশনসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version