Site icon suprovatsatkhira.com

কেশবপুরে অর্থনৈতিক জোন স্থাপনের বিরুদ্ধে কৃষক সমাবেশ

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে আগরহাটি বিলে অর্থনৈতিক জোন স্থাপনের বিরুদ্ধে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে আগরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রবীণ কৃষক শওকত গোলদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আগরহাটি এলাকার ওয়ার্ড মেম্বর লিয়াকত হোসেন খান, রহিম গোলদার, মহিতোষ মন্ডল, মোল্যা ইয়াহিয়া, রাশেদুল ইসলাম, শিক্ষক কামাল হোসেন, বিএম রোস্তম বিশ্বাস, শহিদুল গোলদার, বিএম এনায়েত আলী, মোশারফ মোল্যা, ফেরদৌস গোলাদার, মান্নান বিশ্বাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগরহাটি বিলে প্রায় ১১‘শ বিঘা জমি রয়েছে। এ বিলের চারপাশের শোলগাথিয়া, আগরহাটি, ভরতভায়না, রুদাঘোরা, চহেড়াসহ কয়েক গ্রামের মানুষ মাছ, সবজি ও ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। এছাড়া এলাকার দুইশ ভূমিহীন পরিবার উন্মুক্ত জলাশয়ে মৎস্য আহরণ করে সংসার চালায়। এরপরও বিলটিতে অর্থনৈতিক জোন স্থাপন হলে এসব গ্রামের ৬‘শ পরিবার কর্মহীন হয়ে পড়বে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version