নর্দান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেছেন, শোকের মাস আগস্ট। যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া লক্ষ্যে এই লাইফ এন্ড হোপ ফ্রি হেলথ কেয়ার সেন্টার উদ্বোধন করা হলো। কিছুদিনের মধ্যেই প্রায় সকল এলাকায় এই সেবা চালু করা হবে।
তিনি বলেন, মানুষ এখন আর দুর্নীতিবাজ ও অন্যায়কারীকে দেখতে চায় না। তারা চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ উন্নয়নশীল দেশে পরিণত হোক। আর এজন্য তিনি সকলের দোয়া কামনা করেন।
শোকাবহ আগস্ট উপলক্ষ্যে কুলিয়া ক্বাব ইবনে মালেক (রা.) মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিনামূল্যে অসহায় ও দুস্থদের চিকিৎসা সহায়তা দেয়ার লক্ষ্যে লাইফ এন্ড হোপ কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল মোমিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু। প্রধান আলোচক ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও গোলাম মোস্তফা। বিশেষ আলোচক ছিলেন কুষ্টিয়া বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি আফছার আলী বাবলু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ হোসেন শেলী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা রেজাউল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ৩ জন হাফেজকে প্রধান অতিথি পাগড়ি পরিয়ে দেন। প্রেস বিজ্ঞপ্তি
কুলিয়ায় হেলথ কেয়ার সেন্টার উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/