দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় উপজেলা মহিলা বিষয়ক অফিসারের হস্তক্ষেপে ৯ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে ইউনিয়নের বহেরা গ্রামে ওই ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার সকাল ১০টার দিকে ওই ছাত্রীর বাড়িতে হাজির হয়ে এই বিয়ে বন্ধ করেন। এসময় ওই ছাত্রীর পরিবারের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক অফিসার বলেন, যদি কেউ সঠিক বয়সের আগে ছেলে বা মেয়ে বিয়ে দেয় তাহলে উভয় পরিবার, কাজী, আত্মীয়, ডেকোরেটর মালিকসহ জড়িতদের আইনের আওতায় আনা হবে। তাদের জেল জরিমানাসহ উভয় দণ্ড প্রদান করা হবে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/