ডেস্ক রিপোর্ট: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ইমামদের সাথে মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলাম। রোববার ইউনিয়ন পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আসাদুল ইসলাম, ইউপি সদস্য শাহাদাত হোসেন, আমিরুল ইসলাম, শ্যামলী রানী, ভরত চন্দ্র সরকার, ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ সাদিকুল ইসলাম ও হাফেজ রবিউল ইসলাম।
সভায় চেয়ারম্যান ইমাদুল ইসলাম পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাই ও বর্জ্য মাটিতে পুতে ফেলার আহবান জানান এবং এ কাজে ইমামদের সহযোগিতা কামনা করেন।
পরে কুলিয়া ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলাম ব্যক্তিগত তহবিল থেকে ৪৫ জন ইমামকে ঈদ উপলক্ষ্যে সম্মানি প্রদান করেন। সভা পরিচালনা করেন ইউপি সচিব খালিদ হাসান খান।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/