Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে ৫ আসামি গ্রেফতার

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মৌতলা ইউনিয়নের ঝড়–খামার গ্রামের সোবহান হোসেনের এর ছেলে রফিকুল ইসলাম, একই এলাকার আবুল হোসেনের ছেলে মোতাহার হোসেন ও শেখ আব্দুস সবুরের ছেলে বাবু গাজী, নলতা ইউনিয়নের নলতা গ্রামের নাদের গাজীর ছেলে শওকাত গাজী, বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের সোয়েদ আলীর ছেলে নুর মোহাম্মদ।
কালিগঞ্জ থানার সহকাররি উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, বুধবার গভীর রাতে কালিগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব ওয়ারেন্টের আসামিদের গ্রেফতার করেন। বুধবার সকালে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version