কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শফিকুল ইসলাম (২২) নামে এক মাদকসেবীকে পাঁচ দিনের সাজা প্রদান করা হয়েছে। শফিকুল উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজয়মারী গ্রামের মনসুর আলী গাজীর ছেলে।
থানার সহকারি উপ-পরিদর্শক সোহেল রানা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে থানার সহকারি উপ-পরিদর্শক মোজাফ্ফর হোসেন ও ফেরদৌস উজয়মারি ব্রিজের পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদকসেবনরত অবস্থায় শফিকুলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে পাঁচ দিনের সাজা প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/