Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ ফুটবল মাঠে ১ সেপ্টেম্বর বিকেল ৩টায় উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে কুশুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও বিষ্ণুপুর ইউনিয়ন ফুটবল একাদশ এবং ধলবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও মৌতলা ইউনিয়ন ফুটবল একাদশ।
এছাড়া, ২ সেপ্টেম্বর বিকেলে মথুরেশপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও কৃষ্ণনগর ফুটবল একাদশ এবং ভাড়াশিমলা ইউনিয়ন ফুটবল একাদশ ও রতনপুর ইউনিয়ন ফুটবল একাদশ, ৩ সেপ্টেম্বর বিকেলে চাম্পাফুল ইউনিয়ন ফুটবল একাদশ ও তারালী ইউনিয়ন ফুটবল একাদশ এবং নলতা ইউনিয়ন ফুটবল একাদশ ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version