কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পাঁচ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শুক্রবার (১০ আগস্ট) রাতে উপজেলার মুড়াগাছা গ্রামের মৃত রহমত উল্লাহ গাইনের ছেলে আলমগীর গাইনের (২২) বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এর আগে বুধবার (৮ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামে ওই শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যলয়ের শিশু শ্রেণির ওই ছাত্রী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মুড়াগাছা বটতলা নামক স্থানে পৌঁছালে আলমগীর তার মুখ চেপে ধরে স্থানীয় সাধন মাস্টারের পরিত্যক্ত বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই শিশুটির চিৎকারে কয়েকজন এগিয়ে আসলে আলমগীর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকাবাসী আশংকাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নির্যাতিত শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ৪।
কালিগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/