Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

কালিগঞ্জ প্রতিনিধি: জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী সাহাবুল আলম, উপজেলা পরিবার পরিকল্পা কর্মকর্তা আব্দুস সেলিম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শেখ তৈয়েবুর রহমান, কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জি.এম রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক প্রবন্ধকার গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, থানার উপ-পরিদর্শক বি.এম লিয়াকত, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস.এম গোলাম ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের সদস্য শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version