কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ওয়ারেন্টের ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) সকালে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আমিনুর ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের আবুল গাজীর ছেলে আব্বাস আলী, একই এলাকার মৃত আহম্মদ গাজীর ছেলে জিয়াদ গাজী, কওছার মোড়লের ছেলে জাহাঙ্গীর আলম, মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের আমিনুর মোল্লার ছেলে উজ্জ্বল মোল্লা, বিষ্ণুপুর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের আমজাদ আলীর সরদারের ছেলে আব্দুল ওহাব, একই ইউনিয়নের বন্দকাটি গ্রামের মৃত আরশাদ মোড়লের ছেলে মঞ্জুরুল ইসলাম, ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িয়ালা গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে রফিকুল ইসলাম ও কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ইসলাম সরদারের ছেলে বাবু।
কালিগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক সোহেল রানা জানান, মঙ্গলবার গভীর রাতে কালিগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব ওয়ারেন্টের আসামিদেরকে গ্রেফতার করেন। মঙ্গলবার সকালে আসামিদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কালিগঞ্জে ওয়ারেন্টের ৯ আসামি গ্রেফতার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/