Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ আটক ৪

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে গোপন বৈঠক চলাকাালে পুলিশের অভিযানে নলতা ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ চার নেতাকে আটক করা হয়েছে। তারা হলেন, উপজেলার নলতা ইউনিয়নের সন্যাসীরচক গ্রামের জমির মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৫৩), কাজলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে আয়ুব হোসেন (৫৭), ইন্দ্রনগর গ্রামের শামছুর রহমান বিশ্বাসের ছেলে ওকালাত হোসেন (৩০) ও নলতা গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাসানুজ্জামান রাজু (৩৪)।
বুধবার (১৫ আগস্ট) সন্ধ্যার পর পুলিশ সন্যাসীরচক গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় চারটি বোমা, জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। যার মামলা নং- ৯, তারিখ: ১৬/০৮/১৮ খ্রি.।
তিনি আরও বলেন, ওকালাত হোসেনের বিরুদ্ধে ১৩টি, রফিকুল ইসলাম, আয়ুব হোসেন ও হাসানুজ্জামানের বিরুদ্ধে চারটি করে মামলা রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version