Site icon suprovatsatkhira.com

কাটিয়া শাহী মসজিদ হাফিজিয়া মাদ্রাসায় তিনজনকে পাগড়ি প্রদান

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের কাটিয়া শাহী মসজিদ হাফিজিয়া মাদ্রাসায় তিন হাফেজকে পাগড়ি ও সনদ প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৭ আগস্ট) জুম্মার পর শাহী মসজীদে এ পাগড়ি প্রদান করা হয়। পাগড়ি ও সনদ প্রাপ্ত ছাত্ররা হলেন- বড়দল এলাকার মো. হুজ্জাতুল কবির, রাজারবাগান এলাকার মো. আব্দুল আহাদ ও পাইকগাছার কপিলমুনি এলাকার এসএম জোবাইর হুসাঈন। এ সময় তাদের পাগড়ি পরিয়ে দেন বিশিষ্ট আলেমেদীন মাওলান মুফতী হাফিজুর রহমান ও প্রধান শিক্ষক হাফেজ শেখ রকিব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, মসজীদ কমিটির সাধারণ সম্পাদক মাহফিজুর রহমান আলমগীর, কোষাধ্যক্ষ আশেক নেওয়াজ মহব্বত, হাফেজ এসএম ইসতিয়াক হোসেন, হাফেজ মনিরুজ্জামান মিঠু, হাফেজ আল ইমরান, হাফেজ আবুল হোসেন, অভিভাবক মাওলানা জামিরুল ইসলাম, হাফেজ মিজানুর রহমান, সিরাজুল ইসলামসহ মসজিদ কমিটির সকল সদস্য ও মুসল্লীবৃন্দ। পাগড়ি প্রদান শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version