কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরসভায় ঈদ-উল-আযহা উপলক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। রোববার (১৯ আগস্ট) সকালে পৌরসভা চত্বরে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
এ সময় কলারোয়া পৌর এলাকার ৩ হাজার ৮১জন ভিজিএফ কার্ডধারী অসহায় ব্যক্তির মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণের সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।