Site icon suprovatsatkhira.com

কলারোয়া উপজেলা পরিষদের সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলার ১২টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত আলোচনার অংশ হিসেবে বক্তারা সরকারের উন্নয়ন তরান্বিত করার উপর গুরুত্বারোপ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version