কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাই-স্কুল মাঠে কলারোয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের প্রথম খেলায় ১১নং দেয়াড়া ইউনিয়ন ও ১২নং যুগিখালী ইউনিয়ন মুখোমুখি হয়। খেলায় দেয়াড়া ইউনিয়ন যুগিখালী ইউনিয়নকে ৫-২ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ও কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, চেয়ারম্যান রবিউল হাসান, মাস্টার নুরুল ইসলাম, কলারোয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, সাধারণ সম্পাদক কামাল রেজা, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব প্রমুখ।
খেলা পরিচালনা করেন জিএম মাসুদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, আব্দুল মাজেদ ও নিয়াজ খান। ধারাভাষ্যে ছিলেন, প্রভাষক রফিকুল ইসলাম, মাষ্টার শেখ শাহজাহান আলী শাহিন ও জাহাঙ্গীর হোসেন।