কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তাইফুন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ আগস্ট) রাতে উপজেলার যুগিখালী ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক তাইফুন যুগিখালী গ্রামের আব্দুল মান্নান দালালের ছেলে।
এলাকাবাসী জানায়, গত ৫ আগস্ট গভীর রাতে একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুল জলিল দফাদারের ছেলে সোহাগ হোসেন (২৫), নুর দফাদারের ছেলে তোফাজ্জেল হোসেন (২৪), অজিয়ারের ছেলে আব্দুল করিম (২৭), গোলাপের ছেলে শাহিন (২৬), আকাম দপ্তরির ছেলে শানারুল (২৮), মৃত সাত্তার শেখের ছেলে ছহিলউদ্দীন (২৫) ও আটক তাইফুন পাইকপাড়া গ্রামের আজগর আলীর ছেলে ওসমানের বাড়িতে যান। এ সময় তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওসমানকে চোখ বেঁধে উঠিয়ে পাশের মাঠে নিয়ে যায়। সেখানে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
কিন্তু ওসমান তা দিতে অস্বীকার করায় তাকে বেদম মারপিট করে। এক পর্যায়ে ওসমান ৩৫ হাজার টাকা দিতে রাজি হয়। পরে একই গ্রামের আহম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ৩৫ হাজার টাকা দিলে তারা ওসমানকে ছেড়ে দেয়।
ডিবি পরিচয়ে ধরে নিয়ে যাওয়া ওসমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশ পরিচয়দানকারী ওই ব্যক্তিরা দূর থেকে আমারসহ পরিবারকে হত্যার হুমকি দিয়েই যাচ্ছে। এতে আমরা পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাইফুন নামে একজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক ১
https://www.facebook.com/dailysuprovatsatkhira/