Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ পারভীন আক্তার রওশন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার ধানঘোরা নামক একটি স্থান থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত পারভীন ধানঘোরা গ্রামের মৃত ইমাম হোসেনের মেয়ে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পারভীন আক্তার ওরফে রওশনকে আটক করা হয়। এসময় তার ঘরে তল্লাশী করে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version