Site icon suprovatsatkhira.com

উজিরপুর বাজার-বালাপোতা রাস্তার বেহাল দশা, ধান লাগিয়ে প্রতিবাদ

বাপ্পী সরকার, চাম্পাফুল (কালিগঞ্জ): কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর-বালাপোতা রাস্তার বেহাল দশার সৃষ্টি হয়েছে। এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। এর প্রতিবাদে এলাকাবাসী রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাধারণ মানুষের চলাচলের একমাত্র এই রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার অধিকাংশ স্থান বড় বড় গর্ত তৈরি হয়ে খানা খন্দে ভরে গেছে। এ অবস্থায় চলাচল করতে গিয়ে যানবাহন ও পথচারীরা মারাত্মক দুর্ভোগে পড়ছে। সম্প্রতি প্রতিবাদ জানানোর জন্যে মানুষ রাস্তায় ধান গাছের রোপণ করেছে।
স্থানীয় মুক্তিযোদ্ধা মারালী মহন জানান, দেশের ঐতিহ্যবাহী তীর্থ স্থান বাবা তারকনাথের মন্দির বালাপোতা গ্রামে অবস্থিত। দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে রাস্তা অস্তিত্ব খোয়াতে বসেছে। প্রতি বছর লাখো লাখো ভক্তের সমাগম হয় এখানে, ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এই রাস্তা নিয়ে অনেকবার বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন লাভ হয়নি, প্রতি বছর বাবার ধামের অনুষ্ঠানে এসে রাজনৈতিক নেতাসহ স্থানীয় নেতারা শুধু মাত্র আশ্বাস দিয়ে যায় কিন্তু তাতে কোন কাজ হয় না। প্রতি বছর তাই বাবা তারকনাথের ভক্তদের সীমাহীন কষ্ট সহ্য করে বাবার দর্শন করতে হয়।
ইউপি সদস্য মো. সাইলুর খাঁ সংসদ সদস্য রুহুল হকের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়ার আহবান জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version