আশাশুনি প্রতিনিধি: ঈদ উপলক্ষ্যে চাম্পাফুলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) সকাল টায় আ.প্র.চ. মাধ্যমিক বিদ্যাপীঠের মাঠে বন্ধু মহলের আয়োজনে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বন্ধুমহলের সদস্যদের লাল গ্রুপ ও হলুদ গ্রুপ ফুটবল দল অংশ নেয়। নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করলে খেলাটি ড্র হয়। খেলায় লাল দলের মাছুম কবির ও হলুদ দলের দিপংকর একটি করে গোল করেন। খেলা পরিচালনা করেন জহুরুল ইসলাম।
এদিকে, ঈদ উপলক্ষ্যে কাদাকাটি গ্রামের ঐতিহ্যবাহী ‘মক্কার পুকুরে’ আরার স্পোর্টিং ক্লাব’র আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাঁতারুদের অংশ গ্রহণে প্রথম রাউন্ডে আশিকুর রহমান, কেরামত আলি, শহিদুল্যা লিটন, দ্বিতীয় রাউন্ডে খলিলুর রহমান, রিপন, সোহান এবং তৃতীয় রাউন্ডে মিলন, লাভলু ও জাহিদ জয়ি হয়ে শেষ রাউন্ডে নয়জন অংশ নেয়। প্রতিযোগিতাটি পরিচলনা করেন সাতক্ষীরা জজ কোর্টের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান। খেলায় আশিকুর রহমান প্রথম স্থান, রিপন দ্বিতীয়য় স্থান ও শহিদুল্যা তৃতীয় স্থান অধিকার করে। খেলা শেষে ডা. গাওছুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক সোহরাব হোসেন, আশরাফ হোসেন টুকু, ইউপি মেম্বার রুহল আমিন, বিশিষ্ট চিংড়ী ব্যবসায়ী সাজ্জাদুল হক টিটুল, তানভির আহম্মেদ, হাশেম আলি সরদার, মুকুল মোড়ল, শাহিনুর হক প্রমুখ।
ঈদ উপলক্ষ্যে চাম্পাফুলে প্রীতি ফুটবল ম্যাচ ও সাঁতার প্রতিযোগিতা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/