আগস্ট ২৪, ২০১৮
ঈদ উপলক্ষ্যে চাম্পাফুলে প্রীতি ফুটবল ম্যাচ ও সাঁতার প্রতিযোগিতা
আশাশুনি প্রতিনিধি: ঈদ উপলক্ষ্যে চাম্পাফুলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) সকাল টায় আ.প্র.চ. মাধ্যমিক বিদ্যাপীঠের মাঠে বন্ধু মহলের আয়োজনে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বন্ধুমহলের সদস্যদের লাল গ্রুপ ও হলুদ গ্রুপ ফুটবল দল অংশ নেয়। নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করলে খেলাটি ড্র হয়। খেলায় লাল দলের মাছুম কবির ও হলুদ দলের দিপংকর একটি করে গোল করেন। খেলা পরিচালনা করেন জহুরুল ইসলাম। 8,402,086 total views, 505 views today |
|
|
|