তালা প্রতিনিধি: তালার ইসলামকাটী গ্রামে সরকারি রাস্তার উপর পাঁকাঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। ফলে রাস্তাটি বেদখলসহ রাস্তা দিয়ে চলাচলে সংকট তৈরির আশংকা করছে এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, তালা উপজেলার ইসলামকাটীর সায়েমতলা মোড় হতে ভাগবাহ ফকিরপাড়ার তিন রাস্তার মোড় সংলগ্নে রাস্তার উপর পাঁকা দেওয়াল ও ঘর নির্মাণ করছে স্থানীয় হাদি ফকির। রাস্তার উপর পাঁকা দেওয়াল ও ঘর নির্মাণে এলাকাবাসী বাঁধা দিলেও তা উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এক পর্যায়ে এলাকাবাসী বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করেন। এমনকি স্থানীয় তহশীলদারকেও বিষয়টি অবহিত করা হয়, কিন্তু তাতে কোনও কাজ হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, হাদি ফকির ও তার ছেলে আরিজুল ফকির যেখানে দেওয়াল ও ঘর নির্মাণ করছে সেখানে তিন রাস্তার মোড় এবং বড় বাক নিয়ে গ্রামের মধ্যে দিয়ে চলে যাওয়া সায়েমতলা থেকে ভাগবাহ রাস্তাটি তালা-পাটকেলঘাটা সড়কের সাথে সংযুক্ত। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত মাইক্রো, প্রাইভেটকার, ইঞ্জিন ভ্যান, ইজি বাইক ও মটরসাইকেলসহ নানা ছোট ও মাঝারি যানবাহন নিয়ে শত শত মানুষ যাতায়াত করে। কিন্তু সরকারি জনগুরুত্বপূর্ণ পিচের রাস্তার জমি দখল করে উঁচু পাচিল ও ঘর নির্মাণ করায় একদিকে সরকারি জমি বেদখল হয়ে যাবে এবং দেওয়ালের কারণে রাস্তার তিন পাশ দেখা না যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটবে। এ ব্যাপারে এলাকাবাসী কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
জমি জোরদখলকারী হাদি ফকির বলেন, এটা সরকারি রাস্তার জায়গা নয়। এটি আমাদের জমি, তাই আমরা দেওয়াল ও ঘর করছি।
এবিষয়ে তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস বলেন, ঘটনা শুনেছি। এবিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইসলামকাটীতে সরকারি রাস্তার উপর ঘর নির্মাণ!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/