Site icon suprovatsatkhira.com

ইটাগাছার শিক্ষক আবুল বাসারতের স্মরণ সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বিশিষ্ট সমাজসেবক ও ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত মো. আবুল বাসারাতের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্কুলের সহ-সভাপতি মো. আইয়ুব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শেখ কামাল হোসেন, মরহুম আবুল বাসারতের বড় মেয়ে আফরোজা পারভীন কেয়া, অভিভাবক প্রতিনিধি মো. রমজান আলী, প্রাক্তন ছাত্র সন্তোষ কুমার রায়, মাসুদ রানা শুকর, আমিনুল ইসলাম, মো. করিম প্রমুখ। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মরহুম আবুল বাসারাত ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার হাতে গড়া এই স্কুল দেশের শ্রেষ্ঠ স্কুলের মর্যাদা লাভ করে। স্কুলে বৃত্তি থেকে শুরু করে ভাল ফলাফলে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়া সাতক্ষীরার শিক্ষা ও সমাজ সেবায় মরুহুম আবুল বাসারাত যথেষ্ঠ ভ‚মিকা রেখেছেন। এলাকায় একজন জ্ঞানী ও বিচক্ষণ মানুষ হিসেবে সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি। মরহুমের বড় জামাতা দৈনিক আজকালের খবরের সিনিয়র রিপোর্টার শেখ মাহমুদ এ রিয়াত জানান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবুল বাসারাত চিকিৎসাধীন অবস্থায় গত ১২ আগস্ট, রবিবার ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিসজনিত রোগে ভুগছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুম আবুল বাসারতের একমাত্র ছেলে আজহারুল ইসলাম আরজু, তার স্ত্রী ও একমাত্র কন্য আনিকা ফারিহা ২০০৫ সালে ভয়াভহ এক অগ্নিকাণ্ডে প্রাণ হারান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version