Site icon suprovatsatkhira.com

আশাশুনির মহেশ্বরকাটিতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শনে ইউএনও

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন মহেশ্বরকাটি স্লুইসগেট ও নওয়াপাড়ার চন্ডিতলায় পাউবো’র ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে তিনি ব্লুগোল্ড সংস্থা কর্তৃক নির্মাণাধীন মহেশ্বরকাটি স্লুইস গেটটি পরিদর্শন করেন।
এ সময় ইউএনও স্লুইস গেটটি পরিদর্শন করে গেট নির্মাণকারীদের দু’দিনের মধ্যে নতুন গেটে পাট লাগিয়ে এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করার নির্দেশ দেন।
এছাড়া তিনি চন্ডিতলায় পাউবো’র বেড়িবাঁধের ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করে দ্রæত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয়দের আশ্বাস্ত করেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন নিজে দাড়িয়ে থেকে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটিতে রাস্তা কেটে পাইপ বসিয়ে ২০টি পরিবারের জলাবদ্ধতা দূর করতে সহায়তা করেন। গুনাকরকাটি গ্রামের ইটের সোলিংয়ের রাস্তা কেটে সেখানে পাইপ বসিয়ে দিলে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version