আশাশুনি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের (একাংশ) উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) সন্ধ্যায় কৃষকলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, সহ-দপ্তর সম্পাদক রাজু আহম্মেদ পিয়াল, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, যুবলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজ প্রমুখ। সভায় যথাযথ মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/