Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে মা-শিশুর স্বাস্থ্য বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মা-শিশুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
সোমবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস জনতা ব্যাংক মোড়ে এ প্রদর্শনীর আয়োজন করে। ঘণ্টাব্যাপী প্রদর্শনীতে মা-শিশুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাল্য বিবাহের কুফল, গর্ভকালীন সময়ে মায়ের যতœ-পরিচর্যা ও স্বাস্থ্যহীনতা, অধিক সন্তানের কুফল, জনবিস্ফোরণ রোধ করতে পরিবার পরিকল্পনা বিষয়ক পদ্ধতি গ্রহণের দিক নির্দেশনামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সান্ধ্যকালীন বাজারে ঘুরতে থাকা শতশত দর্শক হাজির হয়ে প্রামাণ্য চিত্রটি উপভোগ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version