Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বিভিন্ন স্থানে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বুধবার (১৫ আগস্ট) সকালে খাজরা ইউনিয়নের পশ্চিম খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিন্দ্র নাথের নেতৃত্বে শোক র‌্যালি, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়।
এদিকে কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাপস দাসের নেতৃত্বে শোকর‌্যালি, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়।
অপরদিকে, তুয়ারডাঙ্গা মকবুলিয়া মাছের সেটে শোকর‌্যালি শেষে সমাজসেবক ছাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শামছুল হুদা, নওয়াব আলী প্রমুখ। আলোচনা সভা শেষে গণভোজের আয়োজন করা হয়। শ্রীউলা ইউনিয়নের এমএইচটি খোলপেটুয়া যুব সংঘের আয়োজনে সভাপতি সাংবাদিক মাছুদ রানার নেতৃত্বে জাতীয় শোকদিবস পালনে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যদিয়ে শোকাবহ দিবসটি পালিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version