Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে ফিটনেস বিহীন বাসের ধাক্কায় আহত ২

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দু’জন আহত হয়েছে। শনিবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে কুল্যা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত স্টার্টার আবুল হোসেন আবু ও বাইসাইকেল চালক কৃষ্ণ সরকারকে সাতক্ষীরা সদরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করে থানা হেফাজতে নিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (১১ আগস্ট) সকালে সাতক্ষীরা থেকে আশাশুনির উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস কুল্যা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছে ব্রেক ফেল করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা স্টার্টার কুল্যা গ্রামের মৃত মোহর আলির ছেলে আবুল হোসেন আবু ও বাইসাইকেল চালক টেংরাখালী গ্রামের নিশিকান্ত সরকারের ছেলে কৃষ্ণ সরকারকে ধাক্কা দেয়। এছাড়া সামনে আরও একটি ইজিবাইক ও দুইটি ভ্যানগাড়ীকে ধাক্কা দিয়ে পেট্রোল পাম্পের কাছে যেয়ে থেমে যায়। মিনিবাসটির নম্বর সাতক্ষীরা-জ-০৫-০০০৬। এসময় বাসের চালক আব্দুর রাকিব, কন্ট্রাক্টর আব্দুস সবুরসহ হেলপার বাস ফেলে পালিয়ে যায়। আহতদের স্থানীয় ক্লিনিকে নেয়ার পর তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এসআই শাহ আব্দুল আজিজ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version